28 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

বিএনএ,ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাশাপাশি মানুষের মৌলিক ও মানবাধিকার রক্ষা করেই পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করার জন্য তাগিদ দেন তিনি।

রোববার (৩ জানুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম বিসিএস পুলিশের সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন,প্রতিটি পুলিশ সদস্যকে বিপন্ন মানুষের প্রতি মানবিকতার হাত বাড়াতে হবে। পৃথিবী এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও বদলে যাচ্ছে, তাই মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।বাংলাদেশ পুলিশে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার, টেকনিক্যাল সাপোর্ট। যাতে অপারেশনের সময় ডিউটিরত যেসব ফোর্স কাজ করবে, তারা যেন হ্যান্ড ফ্রি থেকে কঠোরভাবে অপরাধ দমন করতে পারেন। সেদিকে লক্ষ্য রেখেই সরকার এ ব্যবস্থা নিতে যাচ্ছে।

নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং সাইবার অপরাধ দমনে পুশিলকে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনে তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, ক্রাইমের ধরনও বদলে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়েই  চলতে হবে। ইন্টারনেটের প্রসারে জনজীবনের শান্তি যাতে বিঘ্নিত না হয়, সেদিকে  লক্ষ্য রেখে দক্ষতার সঙ্গে কাজ করে যেতে হবে।আর সে জন্যই সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে।সার্বিক আধুনিকায়নের মাধ্যমে জনবান্ধব পুলিশ গড়তে চায় সরকার।

যুবসমাজ যাতে বিপথগামী না হয় সেজন্য কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সজাগ থাকতে হবে। মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলে পুলিশের সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সঙ্গে নিয়েই দেশের যে কোন অপরাধ দমন করা যাবে। কাজেই সেভাবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি জঙ্গিবাদ ও মাদক দমনে পুলিশের ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও,করোনাকালীন পুলিশের কর্মকান্ডের প্রশংসা করে সরকার প্রধান বলেন, পুলিশ বাহিনীর জনবলসহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াচ্ছে সরকার।তাদের জন্য পৃথক মেডিকেল ইউনিট গঠন করা দরকার।নিজস্ব একটি মেডিকেল ইউনিট থাকলে চিকিৎসা সেবাটাও তারা সামনে থেকে দেখতে পারবে।

পুলিশ বাহিনী গঠনে জাতির পিতার অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশকে ঔপনিবেশিক পুলিশ হতে স্বাধীন বাংলাদেশের জনমানুষের পুলিশে পরিণত করতে জাতির পিতা বিভিন্ন মহতী উদ্যোগ নিয়েছিলেন।জাতির পিতার চিন্তা, চেতনা ও দর্শন প্রতিটি পুলিশ সদস্যকে সামনের দিনগুলোতে এগিয়ে চলার পাথেয় হিসেবে কাজ করবে। পুলিশ সদস্যরা অর্জিত জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও নৈতিক মূল্যবোধ সর্বদা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

করোনা মহামারির বাস্তবতায় অন্যান্য অনুষ্ঠানের মতো এ বছর পুলিশ একাডেমির প্রশিক্ষণ সমাপনীও অনলাইন পরিসরে অনুষ্ঠিত হলো।এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। উপভোগ করেন মনোজ্ঞ কুচকাওয়াজ।এ বছর ১৩ নারীসহ ৯৭ জন এএসপি প্রশিক্ষণ শেষ করে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় শপথ নেন।

প্রশিক্ষণে সেরাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন স্বরাষ্টমন্ত্রী। প্রশিক্ষণে দক্ষতার জন্য সেরা ফিল্ড পারফর্মার ও সুটার আবু হোসাইন, সেরা অশ্বারোহী ফয়জুল ইসলাম এবং একাডেমিকসহ ৩৭তম ব্যাচের প্রশিক্ষণে সব বিষয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন স্নেহাশীষ কুমার দাশ।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ