24 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে ১ হাজার ২০০ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জে ১ হাজার ২০০ কেজি জাটকা জব্দ


বিএনএ, ঢাকা : নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার(২ জানুয়ারী) মধ্যরাতে এমভি ইয়াদ-৩ (বরিশালের পাতারহাট থেকে ঢাকার সদরঘাটগামী) নামক যাত্রিবাহী লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, জাটকাগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। অভিযানকালে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া যায়নি। জব্দ জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভ‚ক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান চলবে।

বিএনএ/এসকে,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ