24 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ৬৭

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ৬৭


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৩২টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।যাদের নগরে ৬৩ জন এবং উপজেলায় ৪ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৬২৮ জন। রোববার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৮৯টি নমুনা পরীক্ষায় ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭২টি নমুনা পরীক্ষায় ৩৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫টি নমুনা পরীক্ষায় ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১টি নমুনা পরীক্ষায় ১০জনের শরীরে করোনভাইরাসের অস্তিত্ব মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে।ওইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় ৬৭জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৬২৮জন। এদের মধ্যে ২৩ হাজার ৭১০ জন নগরের ও ৬ হাজার ৯১৮জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। একই সময় করোনায় কারও মৃত্যু না হওয়ায় ৩৫৯ জনে স্থির রয়েছে। যাদের ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা। তবে, সুস্থতার কোনো তথ্য জানায়নি সিভিল সার্জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ