বিএনএ, বিশ্ব ডেস্ক : ‘মাস্টারমাইন্ড’ খ্যাত জঙ্গি নেতা জাকিউর রহমান লাকভিকে গ্রেফতার করেছে পাকিস্তান। তবে এ লস্কর-ই-তৈয়বা নেতাকে নির্দিষ্ট কোনো জঙ্গি হামলার জন্য গ্রেফতার করা হয়নি। মুম্বাই হামলায় যুক্তরাষ্ট্র ও ভারত লাকভিকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দায়ী করে আসছিল।
পাকিস্তানের একজন কাউন্টার টেররিজম কর্মকর্তা জানিয়েছেন সন্ত্রাসবাদে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে।
পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একজন মুখপাত্র বলেন, নির্দিষ্ট কোনো জঙ্গি হামলার অভিযোগে নয় শুধুমাত্র সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বা নেতা জাকিউর রহমান লাকভিকে গ্রেফতার করা হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি নিষেধাজ্ঞা কমিটি জানিয়েছে, লাকভি লস্কর-ই-তৈয়বার অভিযান বিষয়ক প্রধান এবং তিনি চেচনিয়া, বসনিয়া, ইরাক ও আফগানিস্তানসহ অন্যান্য দেশ ও অঞ্চলের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত।
মুম্বাই হামলার একমাত্র জীবিত বন্দুকধারী তার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে জিজ্ঞাসাবাদকারীদের বলে গেছেন, আক্রমণকারীরা লাকভির সংস্পর্শে ছিলেন বলে ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যিক রাজধানীতে চালানো ওই হামলায় ১৬৬ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছিলেন।
বিএনএনিউজ/জেবি