32 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

ফটিকছড়িতে অটোরিকশা-টমটম সংঘর্ষে নারী নিহত

বিএনএ, সাভার : ঢাকার সাভারে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাভারের বনগাঁ ইউনিয়নের গান্দারিয়া এলাকার মজিবর রহমান, নাজিমুদ্দিন ও ইব্রাহিম।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত মজিবুর রহমানের ভাগিনা শাহিন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে বলিয়ারপুর এলাকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারে চালকসহ ৫ জন ছিলেন। তাদের মধ্যে তিন জন মারা যান। দুইজন গুরুতর আহত হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ