বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পরিমাণের চেয়ে ওজনে কম ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ডিসেম্বর) উপজেলার হাজিরহাট এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, পরিমাণের তুলনায় ওজনে কম প্রদান করায় হক পেট্রোলিয়ামকে ওজন ও পরিমাপ মাণদন্ড আইনের সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা এবং সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া বিভিন্ন প্রকারের বিস্কুট উৎপাদন ও বিক্রির দায়ে আল কুতুবিয়া ফুড প্রোডাক্টসকে বিএসটিআই আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বোয়ালখালীতে বোরো আবাদে বীজ ধান ও সার বিতরণ
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী