বিএনএ, বিশ্বডেস্ক : গিনিতে একটি ফুটবল ম্যাচে সংঘর্ষের ঘটনায় পদদলীত হয়ে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। রোববার গিনির সামরকির নেতা মামাডি ডুম্বুয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
এএফপি-র প্রতিবেদনে বলা হয়, এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূল ঘটনার সূত্রপাত।
বিরোধী দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসি দাবি করেছে, সামরিক জান্তা নেতা ডুম্বুয়ার রাজনৈতিক সমর্থন বাড়াতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। যা সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে অস্থায়ী সরকার পরিচালনার নীতির পরিপন্থি।
প্রত্যক্ষদর্শীর বর্ণানমতে জানা যায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর সমর্থকরা মাঠে নেমে আসে, গ্যালারিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
জাতীয় টেলিভিশনে সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবাদের এক পর্যায়ে সমর্থকরা মাঠের ভিতর ইট-পাথর ছুঁড়তে শুরু করলে আতঙ্কিত হয়ে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র প্রাথমিক ভাবে ৫৬ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। আহত হয়েছেন অনেকেই।’
জনগণকে আশ্বস্ত করে সরকারের পক্ষ থেকে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
টেলিভিশনে দেখা গেছে সারারাত জুড়েই এই সংঘর্ষের ঘটনা চলেছে, শহরের কোথাও কোথাও পুলিশ স্টেশনগুলোতে আগুন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আমাডু ওরি বাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের প্রতি শোক জানিয়েছেন। একইসাথে সকলকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেছেন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী