18 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ-ড. ইউনূস

বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ-ড. ইউনূস

প্রথমবার সচিবালয়ে ড. ইউনূস

ঢাকা :  মঙ্গলবার( ৩ ডিসেম্বর) ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪’ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’।

এ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার দেয়া এক বাণীতে বলেছেন, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুর বাবা-মা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন। এ থেকে পরিত্রাণের জন্য প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নানামুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে অটিজম ও এনডিডি শিশুদের জাতীয় জীবনের মূলধারায় নিয়ে আসা সম্ভব হবে বলে তিনি আশা পোষন করেন।

 

বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস “সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত বছরসমূহের ধারাবাহিকতায় ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে দেশের সকল প্রতিবন্ধিতা বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য, পরিচর্যাকারী, অটিজম বিষয়ক গবেষক,  চিকিৎসক, থেরাপিস্ট, সহায়ক উপকরণ উদ্ভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি তথ্য প্রকাশ করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা নাগরিকদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়ান স্টপ সার্ভিস থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে সেবাসহ সহায়ক উপকরণও পেয়ে থাকেন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শ্রবণ, বুদ্ধি, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় চালু রয়েছে। এ বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়েছে। বিদ্যালয়ের সব ছাত্র ছাত্রীর জন্য আবাসিক সুবিধা রয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের আবাসিক ও প্রশিক্ষণ সুবিধা এবং পুনর্বাসন চিকিৎসা প্রদানের জন্য ঢাকার মিরপুরে একটি মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এ কমপ্লেক্সে এনডিডিসহ বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসাসহ শেল্টার হোমের ব্যবস্থা রয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪’ ও ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।”

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ