25 C
আবহাওয়া
২:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ আটক ৪


বিএনএ, ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এনএসআই ও ঢাকা কাস্টমসের বিশেষ অভিযানে ৬ কেজি ৯৫৬ গ্রাম সোনাসহ চার যাত্রীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. আলী হোসেন, জসীম উদ্দিন, লিটু মিয়া ও মোহাম্মদ জুম্মন খান।

শনিবার(২ ডিসেম্বর)  সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং সোনার অলংকার জব্দ করা হয়েছে।

মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, যাত্রীরা বিমানবন্দরে অবতরণের পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রীদের শনাক্ত করে পায়ুপথে গোল্ড রয়েছে মর্মে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে উত্তরায় অবস্থিত হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে এক্স-রে করলে তাঁদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব লক্ষ করা যায়। সব মিলে আসামিদের কাছ থেকে সাত কোটি টাকার সোনা পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ