25 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আইপিএলের নিলামে বাংলাদেশী দুই নারী ক্রিকেটার নাম

আইপিএলের নিলামে বাংলাদেশী দুই নারী ক্রিকেটার নাম

রাবেয়া  ও মারুফা 

স্পোর্টস ডেস্ক: ২০২২সালে নারীদের  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)র নিলামে নাম পাঠিয়েছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। কিন্তু দল পাননি কেউ। এবার কেবল দুজন রাবেয়া  ও মারুফা  ফ্র্যাঞ্চাইজি আসরটিতে খেলার জন্য নিলামে নাম প্পারেরণ করেছেন। শনিবার(২ডিসেম্বর) নিলামে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিসিআই।

পেসার মারুফা আক্তার আর লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক হয় রাবেয়ার। এই সময়ে ১৪ ম্যাচ খেলে তার শিকার ১৬ উইকেট।

২০২২ সালে ক্যারিয়ার শুরু করা ১৮ পেরুনো মারুফা ১ ২ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১২ উইকেট। দারুণ গতি আর স্যুয়িংয়ের কারণে ডাহনাতি পেসার নজর কাড়েন সবার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দক্ষতা আছে মারুফার।

আগামী ৯ ডিসেম্বর মুম্বাইতে হতে যাওয়া এই নিলামে মোট ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে ১০৪ জনই ভারতের। ৬১ জন আছেন অন্যান্য দেশের। পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিলাম করে বেছে নিবে মাত্র ৩০ ক্রিকেটার। মারুফা-রাবেয়ার দল পাওয়ার সম্ভাবনা খুব কম।সূত্র আইপিএল

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ