31 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া; কপাল পুড়লো উরুগুয়ের

শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া; কপাল পুড়লো উরুগুয়ের

এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া

বিএনএ ডেস্ক: এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ১-২ গোল ব্যবধানে হারিয়ে এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে সুপার সিক্সটিনে পৌঁছে যায় তারা। ফলে তৃতীয়বারের মত ফিফা বিশ্বকাপের নক আউপ পর্বে খেলার সুযোগ পেল দেশটি।

শুক্রবার (২ ডিসেম্বর) কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়। গ্রুপ এইচে শেষ ম্যাচে পর্তুগালকে ১-২ গোলে পরাজিত করার পর দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট দাড়ায় ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নক আউট পর্বে চলে যায় দক্ষিণ কোরিয়া। নিজেদের শেষ ম্যাচে ঘানাকে ০-২ গোলে হারানোর পরও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হলো না উরুগুয়ের।

ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় লিড পেয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ডিবক্সের মধ্যে থেকে অসাধারণ গোলটি করেন রিকার্ডো হোর্তা। তবে সমতা ফেরাতে বেশি সময় নেননি দক্ষিণ কোরিয়ার কিম ইয়াং জোয়াং। ২৭ মিনিটের মাথায় পর্তুগালের বিপক্ষে কর্নার পায় দক্ষিণ কোরিয়া। কর্নার কিকটি রোনালদোর গায়ে লাগার পর চলে যায় কিম ইয়াং জোয়াং-এর পায়। সেখান থেকে সরাসরি গোলে কিক করেন তিনি। ফলে ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিট পর্যন্ত দুই দল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারে নি কেউ। দারুণ সুযোগ পেয়েও গোল মিস করেছেন সিআর সেভেন। সেই মুহূর্তে সং হিউং মিন ম্যাজিকেই পাল্টে যায় কোরিয়ানদের ভাগ্য। তবে গোল তিনি করেননি। নিজেদের ডি বক্সের সামনে থেকে একা বল নিয়ে ছুটে যান প্রতিপক্ষের ডি বক্সের দিকে। সেখান থেকে নাটমেগ করে বল পাস দেন সতীর্থ হোওয়াং হি চানকে। হি চানের সেই গোলেই জয় নিশ্চিত হয় কোরিয়ার। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। জয়সূচক গোল করে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন হোওয়াং হি চান।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ