19 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মহেশখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মহেশখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে মহেশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডে পূর্ব ঘোড়াপাড়া এলাকার মীর কাসেমের বাড়ির পুকুরে ডুবে ৩-৪ বছর বয়সী শিশু দুটি মারা যায়।

নিহতরা হল-পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শফি আলম এর কন্যা আলিফা(৩) ও রিয়াজুল করিম এর কন্যা তাহলিছা (৪)।

পরিবারের বরাত দিয়ে মহেশখালী পৌরসভার কাউন্সিলর মনজুর আলম জানান, শিশু দুটির মায়েরা যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন তখন বাড়ির পাশের উঠুনে খেলা করছিল তারা। হঠাৎ সবার অজান্তে মিরকাশেমের পুকুরে গোসল করতে নেমে পড়ে তারা। এরই মধ্যে শিশু দুটিকে খোঁজাখুজি করছিল বাড়ির সদস্যরা। পরে খবর আসে শিশু দুটির মরদেহ পুকুরে পানিতে ভাসছে। তাৎক্ষণিকভাবে তাদের পুকুর থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রনব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মৃত্যু নিয়ে তাদের পরিবারের অভিভাবকদের কোন অভিযোগ নেই। তারা পরস্পর আত্মীয় ও প্রতিবেশি।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ