27 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে হাসান আলি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে হাসান আলি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে হাসান আলী

বিএনএ,স্পোর্টসডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান । বৃহস্পতিবার(২ ডিসম্বের)এক বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের এবং ওয়ানডেতে ১৭ সদস্যের দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড় :

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড় : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

আগামী ১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মাঠের লড়াই । ১৪ ও ১৬ ডিসেম্বর পরের দুই ম্যাচ । আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ ওয়ানডে তিনটি হবে অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ১৮, ২০ ও ২২ তারিখ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ