20 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে হাসান আলি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে হাসান আলি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে হাসান আলী

বিএনএ,স্পোর্টসডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান । বৃহস্পতিবার(২ ডিসম্বের)এক বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের এবং ওয়ানডেতে ১৭ সদস্যের দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড় :

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড় : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

আগামী ১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মাঠের লড়াই । ১৪ ও ১৬ ডিসেম্বর পরের দুই ম্যাচ । আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ ওয়ানডে তিনটি হবে অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ১৮, ২০ ও ২২ তারিখ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ