24 C
আবহাওয়া
১১:২০ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » এলপিজি গ্যাসের দাম কমলো ৮৫ টাকা

এলপিজি গ্যাসের দাম কমলো ৮৫ টাকা


বিএনএ, ঢাকা: আবারও কমলো দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ৮৫ টাকা কমেছে। আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এর আগে গত নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একইসাথে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দাম। যা অটোগ্যাস নামে প্রচলিত। নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ দশমিক ৬৮ থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ টাকা নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে ২ টাকা ৫০ পয়সা। আর গেল অক্টোবরেই বেড়েছিল ৮ টাকা ১২ পয়সা।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ