14 C
আবহাওয়া
১০:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » খুলনায় জাপা কার্যালয়ে অগ্নিসংযোগ

খুলনায় জাপা কার্যালয়ে অগ্নিসংযোগ



বিএনএ, খুলনা : খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ডাকবাংলো মোড়ে অবস্থিত মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাটগুলো। এ ঘটনার পর ডাকবাংলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা বলেন, ছাত্র-জনতা বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে সমাবেশ করে। এরপর সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল সহকারে শহীদ হাদিস পার্কের দিকে যেতে থাকলে পথিমধ্যে ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির (এরশাদ) কার্যালয়ের সামনে উত্তেজিত হয়ে পড়ে। তখন মিছিল থেকে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে। পরবর্তী সময় তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে।

এরপর ভাঙচুর করা মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

খুলনা সদর থানার ওসি মো. মুনীর উল গিয়াস বলেন, ৫০ থেকে ৬০ জন যুবক মিছিল সহকারে এসে জাতীয় পার্টি অফিসে ঢুকে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এখন পুলিশ মোতায়েন রয়েছে। কার্যালয়ের ভেতর থেকে ২টি প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করেছে। তবে যারা ভাঙচুর করেছে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খুলনা জেলা পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু অভিযোগ করে বলেন, যখন ভাঙচুর ও লুটপাট করা হয়, সে সময় মাগরিবের নামাজের কারণে বেশিরভাগ নেতাকর্মী দলীয় কার্যালয়ে ছিল না। ফলে কেউ বাধা দিতে পারেনি। তবে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকালে জাতীয় পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হবে। এছাড়াও মামলা দায়ের করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ