32 C
আবহাওয়া
৬:৪২ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোণায় বিদ্যুতের তারে লেগে স্কুল ছাত্রের মৃত্যূ

নেত্রকোণায় বিদ্যুতের তারে লেগে স্কুল ছাত্রের মৃত্যূ


বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার বারহাট্টায় সব্জিক্ষেতে পানি সেচ দিতে গিয়ে আপন চন্দ্র দাস (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যূ হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের বাসাউড়া গ্রামে এই ঘটনা ঘটে। আপন এই গ্রামের নকুল কুমার দাসের ছেলে ও এলাকার ননি গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছিম উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকার বাসিন্দা হবিকুল ইসলাম ও কাকাতো ভাই ফনু দাস জানান, আপন চন্দ্র দাস মাগরিবের নামাজের আগে আগে তাদের বাড়ির পিছনের লালশাকের ক্ষেতে পানি দিতে যায়। এ সময় ক্ষেতের পাশের মোটরের সাথে সংযুক্ত বৈদ্যুতিক ক্যাবল তার গলায় পেচিয়ে গেলে সে আহত হয়। উদ্ধার করে পার্শ্ববতি মোহনগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ