25 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়া প্রস্তুতি জেলে পল্লীতে

নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়া প্রস্তুতি জেলে পল্লীতে

মাছ

বিএনএ ডেস্ক: মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য মৎস্য আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টার পর থেকেই দেশে শুরু হবে ইলিশসহ সব ধরনের মাছ ধরার মহোৎসব।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শুরু হয়েছিল গত ১২অক্টোবর থেকে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে জানান, জেলেরা সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ মধ্যেরাত থেকেই সাগরে যেতে পারবেন জেলেরা। আশা করছি জেলেদের জালে ঝাঁকে ঝঁকে ইলিশ ধরা পড়বে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ