বিএনএ, ঢাকা : রাজধানীর ধানমন্ডি এলাকায় ফুটপাতে অজ্ঞাত পরিচয় (৫৫)এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে অসুস্থ হয়ে না অন্য কোন কারণে মারা গেছেন তিনি।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, ধানমন্ডি ১৪ নম্বর রোডে বাংলাদেশ মেডিকেলের পাশে ফুটপাতে পড়েন ছিলেন ওই নারী। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কি ভাবে তিনি মারা গেছেন তা সঠিক ভাবে বলতে পারছি না । মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।