বিএনএ, ঢাকা : বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে এ হামলা হয়।
রাজধানী ঢাকার কারওয়ানবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে মতিঝিল থেকে পল্টন হয়ে আসার সময় হামলাকারীরা অতর্কিতে তার গাড়ীতে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেছেন।
এসময় হামলাকারীরা তার গাড়ী ভাংচুর করেছে ও তাকেও আঘাত করেছে বলে তিনি জানিয়েছেন।
“বিএনপি অফিসের সামনে সমাবেশ হচ্ছিলো, কিন্তু তারা বলছিলো যে এক পাশ দিয়ে গাড়ী যেতে পারবে। সে কারণে সেখান দিয়ে আসছিলাম। পল্টন থানার কাছে সমাবেশের একদল ব্যক্তি আমার নাম ধরে হামলা শুরু করে,” বলেন তিনি।
জানা গেছে, পল্টনে বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন যুবদলের একটি সমাবেশ চলছিলো। তবে হামলাকারীরা কারা সেটা পুলিশ এখনো নিশ্চিত করেনি।
সাবেক এ বিচারপতি জানান, বিকেল চারটার দিকে একটি টেলিভিশনের রেকর্ডিংয়ে অংশ নিতে তিনি মতিঝিল থেকে কারওয়ানবাজারের দিকে আসছিলেন। ওই সময় বিএনপি অফিসের কাছে এ ঘটনা ঘটেছে।
বিএনএনিউজ/এইচ.এম।