17 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » শীতে ব্যাথা নিরাময়ে করণীয়

শীতে ব্যাথা নিরাময়ে করণীয়

শীতে ব্যাথা নিরাময়ে করণীয়

বিএনএ স্বাস্থ্য ডেস্ক : শীতে ভিটামিন ও ক্যালসিয়াম ঘাটতিও হয় কিছুটা। ঠিক এ সময় হাঁটু, হাড় ও জয়েন্টে ব্যথা বাড়ে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে ঠাণ্ডা, আর্দ্র আবহাওয়ায় জয়েন্ট ব্যথা বৃদ্ধি পায়। শীতে বায়োমেট্রিক চাপ কমে যায়। ফলে আমাদের শরীরের কোষ বা টিস্যুগুলো আমাদের স্নায়ুর ওপর চাপ দেয়।যাদের হাঁটুতে আথ্রাইটিস আছে তাদের হাঁটু ব্যথার মাত্রা বহুগুণ বেড়ে যায়।অনেকেই দীর্ঘ সময় এক পাশে শুয়ে থাকেন ফলে জয়েন্ট ব্যথা হয়।

ব্যাথা নিরাময়ে কী করবেন

নিয়মিত শরীরচর্চা করুন (প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট)। শরীরচর্চা আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা হাঁটু ব্যথা কমায়। নিয়মিত এক্সারসাইজ হাড়ের ঘনত্ব বাড়িয়ে জয়েন্ট রিলেটেড বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। পাশাপাশি ডিপ্রেশন কমিয়ে মানসিক প্রশান্তি এনে দেয়। ব্যথা সারাতে ফিজিওথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়াহীন যুগান্তকারী চিকিৎসা।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ব্যথা নিরাময়ে কিছু প্রাকৃতিক ঔষধের কথা বলেছেন। যেমন- মধু (ব্যথার স্থানে মধুর সাথে ভিনেগার মিশিয়ে মাখালে ব্যথা কমে), খেজুর, কালো জিরা, ওলিভ অয়েল, তরমুজ ইত্যাদি খাবার ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও লাল আটার রুটি, লাল চালের ভাত খান, প্রচুর পানি খান। প্রতিদিন ৩০ মিনিট শরীরে রোদ লাগান। ধূমপান বর্জন করুন।

খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, টুনা মাছ, বাদাম যোগ করুন। এগুলো শীতকালীন ব্যথা প্রতিরোধে সাহায্য করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ