16 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পিকআপ চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ে পিকআপ চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ে পিকআপ চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ের মস্তাননগর কাটাবিল এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় কুলসুমা আক্তার সুমাইয়া (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তির মৃত্যু হয়েছে। বুধবার ( ২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে মস্তাননগর কাটাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সুমাইয়া জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মো. বেলাল হোসেনের মেয়ে ও হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানিয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, শিশু সুমাইয়ার মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর হোসেন মামুন জানান, স্থানিয়রা ঘাতক পিকআপটি আটক করে থানায় সোপর্দ করেছে। নিহত শিশুর পরিবার এখনো থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ