25 C
আবহাওয়া
৪:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইউল্যাবের নতুন উপাচার্য ইমরান রহমান

ইউল্যাবের নতুন উপাচার্য ইমরান রহমান

ইউল্যাবের নতুন উপাচার্য ইমরান রহমান

বিএনএ, ঢাকা : ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইমরান রহমান। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) উপাচার্য নিয়োগের বিষয়টি জানায় ইউল্যাব কর্তৃপক্ষ।

অধ্যাপক ইমরান রহমান ২০০৬ সালে ব্যবসায় অনুষদের ডিন হিসেবে ইউল্যাবে যোগ দেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউল্যাবের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ইউল্যাবে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান এবং কম্পিউটার সেন্টারের চেয়ার হিসেবে ২৮ বছর দায়িত্ব পালন করেছেন। একজন সহপ্রতিষ্ঠাতা হিসেবে ১৯৯০ সালে তিনি একটি মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ৬ বছর এর পরিচালনায় ছিলেন। অধ্যাপক ইমরান রহমান ম্যানচেস্টার বিজনেস স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্স-এ অধ্যয়ন করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ