22 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকাকে ৮৫  রানের টার্গেট দিল বাংলাদেশ  

দক্ষিণ আফ্রিকাকে ৮৫  রানের টার্গেট দিল বাংলাদেশ  

দক্ষিণ আফ্রিকাকে ৮৫  রানের টার্গেট

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকাকে ৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে ৮৪ রান নিতেই অলআউট হয় বাংলাদেশ।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ দল। ৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন শেখ মেহেদী হাসান। এছাড়া লিটন দাস করেন ২৬ রান ও শামীম হোসেন ১১। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ও অ্যানরিচ নর্টজে তিনটি করে উইকেট নেন। এছাড়া তাবরেজ শামসি ২টি ও একটি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ