ঢাকা: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বারিধারা ডিওএস এইচ’র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি এক্সিম ব্যাংকেরও সাবেক চেয়ারম্যান।
গ্রেফতারের পর গুলশান সংলগ্ন বারিধারা ডিওএস এইচ হতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।
এসজিএন