বিএনএ, রাঙামাটি: হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটি বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী একটি পিকআপ (ফেনী মেট্রো-০২০০৮) উল্টে ১২ জন পর্যটক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (২ অক্টোবর) বিকেলে বাঘাইছড়ি উপজেলার সাজেকের একুইজ্জ্যাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১২ জন পর্যটকবাহী একটি পিকআপ সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একুইজ্জ্যাছড়ি এলাকায় উল্টে যায়। পরে আহতদের উদ্ধার করলে এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি নুরুল হক বলেন, খাগড়াছড়িগামী সাদা রঙের একটি পিক আপ সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায় এবং গাড়িতে থাকা সবাই সড়কে ছিটকে পড়ে ১২ জন আহত হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। পরে আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সহায়তায় দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক পর্যটকদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। গত কয়েকদিন সাজেকে পর্যটকের ভীড় বাড়ায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে বলে জানান তিনি।
বিএনএ/ ছোটন, এমএফ