31 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বিএনএ, যশোর: ভারতে মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি থাকায় সোমবার (২ অক্টোবর সকাল থেকে যশোরের বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমূখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)। তাঁর ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে পুনরায় স্বাভাবিক গতিতে চলবে বাণিজ্য।

আরও পড়ুন: ‘নগরবাউল’ জেমসের জন্মদিন আজ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারতে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামী মঙ্গলবার সকাল থেকে আবার স্বাভাবিকভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ