26 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় আরও ৫৯৩ মৃত্যু, শনাক্ত ৩ লাখ (২ অক্টোবর)

বিশ্বে করোনায় আরও ৫৯৩ মৃত্যু, শনাক্ত ৩ লাখ (২ অক্টোবর)

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ, বিশ্বডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৫৯৩ জন মারা গেছেন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও দুই লাখ ৮৭ হাজার ৪২৬ জন।

রোববার (২ অক্টোবর) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৬ হাজার ৫৯৬ জন আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। মৃত্যু বেশি হয়েছে জাপানে। দেশটিতে ১০৫ জনের মৃত্যু হয়ে

এ ছাড়া তাইওয়ানে সংক্রমিত ৪৩ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬৩ জন এবং সংক্রমিত ১০ হাজার ৮৪ জন। জাপানে সংক্রমিত ৩৫ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১০৫ জন। রাশিয়ায় সংক্রমিত ৩৩ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১০৩ জন। ফিলিপাইনে সংক্রমিত ৩ হাজার ৮২২ এবং মারা গেছেন ৩৪ জন। দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ২৬ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। ইতালিতে সংক্রমিত ৩৩ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ৩৮ জন। অস্ট্রিয়ায় মৃত্যু ১১ জন এবং সংক্রমিত ১২ হাজার ২৭৪ জন। চিলিতে মৃত্যু ২৪ জন এবং সংক্রমিত ৩ হাজার ৬১৬ জন। অস্ট্রেলিয়ায় মৃত্যু ১৪ জন এবং সংক্রমিত ৭৯ জন। পোলান্ডে মৃত্যু ২৯ জনের এবং ৩ হাজার ৫৬৮ জন সংক্রমিত হয়েছে

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৯ হাজার ৮৪৭ জ

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ