বিএনএ চাঁদপুর : শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার মান উন্নয়নে সরকার সব কিছু করছে বলেও জানান তিনি।
শনিবার (২ অক্টোবর) চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূলের প্রতিনিধি সভার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপু মনি।
সে সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল এই ১০ বছর সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য কাজ করে গেছে। সবাইকে যখন শিক্ষার আওতায় আনা গেছে। এখন শিক্ষার মান উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। সেজন্য পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে। শুধু বই পড়ে পড়াশুনা নয়, বাচ্চারা খেলাধুলার মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে শিখবে। কমিউনিটির বিভিন্ন কাজ কর্মের মধ্য দিয়ে শিখবে।
দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন। ইতোমধ্যেই বেশ কিছু প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। পাশপাশি টিচার্স গাইড তৈরির পরিকল্পনাও আছে। এর মধ্য দিয়েই মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।
বিএনএনিউজ/আরকেসি