27 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম চেম্বারে পরিবর্তনের হাওয়া

চট্টগ্রাম চেম্বারে পরিবর্তনের হাওয়া

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ( সিসিসিআই)

বিএনএ, চট্টগ্রাম:  চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ( সিসিসিআই)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট দেশে ক্ষমতার পটপরিবর্তন হলে চেম্বার ঘিরে থাকা পরিবারতন্ত্র নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের বহি:প্রকাশ চলছে।এ প্রেক্ষিতে চেম্বারে নেতৃত্বে পরিবর্তনের হাওয়া লেগেছে। দলে দলে পরিচালকরা পদত্যাগ করছেন।

ইতিমধ্যে চেম্বারের ক্ষুব্ধ সাধারণ সদস্যরা চেম্বার ভবনের সামনে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন । এ অবস্থায় গত ২৮ আগস্ট চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি তরফদার রুহুল আমিন ও পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী পদত্যাগ করেন। এই দুজনের পদত্যাগের ৪ দিনের মাথায় রবিবার(১ সেপ্টেম্বর) আরও ১০ জন পরিচালক পদত্যাগ করেছেন।বাকি ১২ জনের কাল সোমবার পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

এরআগে গত বছরের ১৩ সেপ্টেম্বর নতুন বোর্ড দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যে পরিচালক হিসেবে প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর পদত্যাগ করেছিলেন।

চট্টগ্রাম চেম্বারের ২৪ জন নির্বাচিত পরিচালক হতে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন।

 সিসিসিআই সভাপতি ওমর হাজ্জাজ জানিয়েছেন,  সাধারণ ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে বর্তমান চেম্বার পরিচালনা বোর্ড পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘পরিচালকেরা চেম্বার সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন। আর তিনি সভাপতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের আগস্ট মাসে প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকেরা নির্বাচিত হয়েছেন, এরপর তাঁরা সভাপতি নির্বাচিত করেছেন। এতে সভাপতি হন ওমর হাজ্জাজ। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি, চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের সন্তান। রাইসা মাহবুব চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুব আলমের( যিনি এফবিসিসিআই এর বর্তমান সভাপতি) কন্যা। আর জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ