25 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সাথে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সাথে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সাথে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

বিএনএ, খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা শহরের কদমতলীস্থ উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর নেতৃত্বে ঘন্টাব্যাপী এই মতবিনিময় সভাকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পাহাড়ের উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় তুলে ধরেন সাংবাদিক নেতারা। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার মাধ্যমে দেশ তথা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন-অগ্রযাত্রায় নিজেদের লেখনির মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাংবাদিকদের আহবান জানান তিনি।

আরও পড়ুন: রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দুলাল হোসেন, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য রানা, কেইউজে সদস্য রুপায়ন তালুকদার, বিপ্লব তালুকদার, শংকর চৌধুরী ও আল-মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ