26 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলেখার জন্মদিনের পার্টি ঘিরে সমালোচনার ঝড়

শ্রীলেখার জন্মদিনের পার্টি ঘিরে সমালোচনার ঝড়

শ্রীলেখা

বিনোদন ডেস্ক: পঞ্চাশে পা রেখেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । ৩০ আগস্ট ছিল তার জন্মদিন। এ উপলক্ষে বন্ধুদের নিয়ে উদ্দাম নেচে গেয়ে জন্মদিন উদযাপন করেন তিনি। এই হুল্লোড় শুরু হয় সোমবার (২৯ আগস্ট) রাত থেকে।

শ্রীলেখার বেহালার বাড়িতে করা হয়েছিল সেই আয়োজন। সেখানে বিভিন্ন খাবার-দাবারের পাশাপাশি ছিল মদ পানের ব্যবস্থা। এটা জানা যায় একটি ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায় বন্ধুদের সঙ্গে জমিয়ে মদ পান করছেন শ্রীলেখা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নিন্দা। নেটিজেনরা তার এহেন কর্মকাণ্ডের সমালোচনা শুরু করে দেন।

শ্রীলেখাও চুপ করে বসে থাকার পাত্রী নন। বেশ কড়াভাবেই দিয়েছেন নিন্দাকারীদের সমালোচনার জবাব। নেট দুনিয়ায় তিনি লিখেছেন, ‘আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসির ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি মদ খাওয়া দেখে হয়ত কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি— বেশ করেছি। কারও অনুপ্রেরণায় খাই না।’

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এরা আমার পাত্তা পাওয়ার যোগ্য না। কারও বাবার টাকায় আমি জন্মদিন উদযাপন করিনি। আমার নামে কুৎসা রটিয়ে যদি ওদের কিছু টাকা রোজগার হয়, তো ভালো। আমার কিছু যায়-আসে না।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ