20 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » করোনা আপডেট বাংলাদেশ: ২৪ ঘন্টায় আরও ৮৮ মৃত্যু

করোনা আপডেট বাংলাদেশ: ২৪ ঘন্টায় আরও ৮৮ মৃত্যু


বিএনএ, ঢাকা : করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছে  আরও তিন হাজার ৬২ জন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ 

শনাক্ত ও মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ, যা গতকাল ছিল ১০ দশমিক ১১ শতাংশ।দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৩ হাজার ৫৯৬টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ২৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি।

মৃত্যু: পুরুষ ৫৪, নারী ৩৪

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৫৪ জন, আর নারী ৩৪ জন। দেশে এখন পর্যন্ত করোনায মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৪ জন এবং নারী ৯ হাজার ২৭৮ জন।বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয় জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আট জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।

কোন বিভাগে কত

মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩০ জন, চট্টগ্রাম বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের সাত জন, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের তিন জন করে এবং সিলেট বিভাগের রয়েছেন ১০ জন।৮৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৯ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন এবং বাড়িতে দুই জন।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ