বিএনএ, ঢাকা : রাজধানীর বাবু বাজার এলকায় মোশারফ শিকদার (৩৫) নামে এক আড়ৎ কর্মচারীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোশারফ জানান, তিনি কেরানীগঞ্জের ইস্পাহানি ৬ নম্বর রোডে থাকেন। পুরান ঢাকার বাদামতলীতে একটি ফলের আড়ৎতে কাজ করেন। প্রতিদিন ভোরে নৌকায় করে বুড়িগঙ্গা নদী পাড় হয়ে আড়ৎতে আসি।ভোরে বাবু বাজার ব্রিজ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে আসার সময় দুই ছিনতাইকারী আমার পথরোধ করে দাঁড়ায়। বিপদ বুঝতে পেরে তখন তিনি পেছনে থাকা পান-বিড়ির এক হকারকে ডাক দিলেই ছিনতাইকারী তার পেটে ও বাম পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৬শ’টাকা ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। পরে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে আড়ৎতের আরেক কর্মচারী আবুল কালাম তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ভোরে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্হা গুরুতর।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।