18 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪০

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪০


বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও ৫ জন। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪০ জনের শরীরে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগর ও ১৪ উপজেলার ১ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত (পজেটিভ) হয়েছে। এর মধ্যে নগরের ৮৯ জন, বিভিন্ন উপজেলার ৫১ জন।

নমুনা পরীক্ষা করা হয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫, বিআইটিআইডিতে ৪৯৪, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪, কক্সবাজার মেডিক্যাল কলেজে ১, ইমপেরিয়াল হাসপাতালে ১০৩, শেভরনে ২৩২, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৬, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৮, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১২ ও ইপিক হেলথ কেয়ারে ৬৪ জনের।

সরকারি হিসেব অনুযায়ী, করোনায় এ পর্যন্ত চট্টগ্রাম নগরে ৬৯২ জন ও উপজেলায় ৫৪৫ জন মিলে মোট ১ হাজার ২৩৭ জন মারা গেছেন। মোট শনাক্তের সংখ্যা ৯৯ হাজার ৬২৬ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ