বিএনএ, ক্রীড়াডেস্ক : আফগানিস্তান ক্রিকেট দলকে টেস্ট ম্যাচ খেলার অনুমতি দিলো তালেবান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় দল পাঠানোর ব্যাপারে অনুমতি পেয়েছি।’
সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল যে, তারা এখনো আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। একমাত্র এই টেস্ট ম্যাচটি গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে তা পিছিয়ে যায়। ব্লান্ডস্টোন এরিনায় আগামী ২৭ নভেম্বর এই টেস্ট ম্যাচটি শুরু হবে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। এরপর আফগানিস্তানের ক্রিকেট নিয়ে এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু এই ম্যাচ খেলার অনুমতি দেয়ার মাধ্যমে সেই অনিশ্চয়তা দূর হলো।আফগানিস্তান থেকে ইতোমধ্যে সব বিদেশি সৈন্য চলে গিয়েছে। তালেবান এখন সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে।
বিএনএ/ওজি