29 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - আগস্ট ৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজবাড়ীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মিরসরাইয়ে বজ্রপাতে তিন গরুর মৃত্যু

বিএনএ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পাট জাগ (পচানো) ধোয়ার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে হাবাসপুরের কাচারীপাড়া বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাবাসপুরের কাচারীপাড়া এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম (১৪) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বিলের মাঠে বিকেলে বজ্রপাত হয়। এ সময় পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন আনোয়ারা বেগম ও তামিম। হঠাৎ বজ্রপাতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইবাদত হোসেন। তিনি বলেন, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ