25 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » খুলনায় সংঘ‌র্ষে পু‌লিশ নিহত, আহত ৫০

খুলনায় সংঘ‌র্ষে পু‌লিশ নিহত, আহত ৫০


বিএনএ ডেস্ক : খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ‌তে সুমন না‌মে একজন পু‌লিশ কন‌স্টেবল নিহত হ‌য়ে‌ছে।গল্লামারীতে আ‌ন্দোলনকারীরা পি‌টি‌য়ে তা‌কে গুরুতর আহত ক‌রে‌। প‌রে হাসপাতা‌লে মারা যান তি‌নি।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ১০ পু‌লিশসদস‌্যসহ  অন্তত ৫০ জন আহত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার নেতারা জানান, ৯ দফা দাবিতে আজ শিক্ষার্থীদের গণমিছিল ছিল। জুমার নামাজ শেষে দুপুর ২টায় নগরীর নিউমার্কেট এলাকা থেকে গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট হয়ে সোনাডাঙা বাইপাস দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দুই দিক থেকে হামলা চালায়।

এসময় টিয়ারগ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জে অন্তত ৫০ জন আহত হন।

বর্তমানে খুবির সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।

বিএনএ/ ওজি,এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ