28.7 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - মে ১৩, ২০২৫
Bnanews24.com
Home » কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত

কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত

হামলা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালি থেকে পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় মো. রুবেল (১৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার(২ আগস্ট) রিয়াজ উদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়াজ উদ্দিন বাজারের বাসিন্দা আব্দুস ছালামের ছেলে রুবেল। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিন বাজার এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় মো. রুবেল(১৭) নামে এক যুবক আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ