32 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - মে ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও লিফলেট বিতরণ

রাবিতে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও লিফলেট বিতরণ

রাবিতে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও লিফলেট বিতরণ

বিএনএ, রাবি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (২ আগষ্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) রাবি ফার্মেসী এসোসিয়েশনের উদ্যোগে সকাল সাড়ে দশটায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক আজিজ আব্দুর রহমান, অধ্যাপক মো. আব্দুল গফুর এসোসিয়েশনের স্টুডেন্ট এ্যাডভাইজার অধ্যাপক মোসা. শাহনাজ পারভীন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন। এসময় তারা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

রাবি উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার র‌্যালির শুরুতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিএনএনিউজ/সাকিব,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ