19 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহীতে ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

রাজশাহীতে ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

রাজশাহীতে ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

বিএনএ, রাজশাহী: রাজশাহীতে ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগমারা উপজেলার জিয়াপাড়া এলাকার আজিবুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকার আবুল হোসেন (৫৫) এবং ব্যাটারিচালিত অটোচালক জাহাঙ্গীর (৪৫)।

আহতরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল এলাকার মজিবর (৬০), তৈয়ব (৪৫), আনসারুজ্জামান (৮০) ও চঞ্চল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে নওগাঁ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা এবং ভটভটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গরুবাহী ভটভটি রাজশাহী শহরের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসছিল অটোরিকশা। ওই সময় ভটভটি ও অটোরিকশার মাঝে ঢুকে পড়ে বাইসাইকেল। এতে ত্রিমুখী সংঘর্ষে তিন জন ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরও জানান, আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ