ফাইনালে অপরাজিত বাংলাদেশ
24 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ফাইনালে অপরাজিত বাংলাদেশ

ফাইনালে অপরাজিত বাংলাদেশ

ফাইনালে অপরাজিত বাংলাদেশ

বিএনএ ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের সেরা দল হয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে অপরাজিত থেকে ফাইনালে লাল সবুজের দল।

মঙ্গলবার (২ আগস্ট) ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে বাংলাদেশ। তবে এই ম্যাচে ৪ গোলের ব্যবধানে হারলেও ফাইনালে চলে যেত বাংলাদেশ।

তিন জয় আর এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের সেরা দল হিসেবে ফাইনালের উঠল বাংলাদেশের যুবারা।

আগের তিন ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০, ভারতকে ২-১ ও মালদ্বীপকে ৪-১ গোলে হারায় বাংলাদেশের যুবারা। মঙ্গলবার আরেক ম্যাচে মুখোমুখি হবে ভারত-মালদ্বীপ। এই ম্যাচে যারা জিতবে তারা বাংলাদেশের সঙ্গে ফাইনালে খেলবে।

নেপালের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে সতীর্থের কাট ব্যাকে নিখুঁত প্লেসিং শটে পিয়াস আহমেদ নোভা লক্ষ্যভেদ করেন। এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

৬৭তম মিনিটে বদলি নিরঞ্জন মাল্লা বক্সের বাইরে থেকে জোরালো শটে সমতা ফেরান। পিয়াস গোলরক্ষককে একা পেয়েও বল তার গায়ে মেরে হারা এগিয়ে যাওয়ার সুযোগ। তবে শেষ পর্যন্ত আফসোসে পুড়তে হয়নি বাংলাদেশকে। ড্র করে উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

বিএনএ/এ আর

Total Viewed and Shared : 1 63 , 63 views and shared


শিরোনাম বিএনএ