36 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিতর্কিত শিফট পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

বিতর্কিত শিফট পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

বিতর্কিত শিফট পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

 বিএনএ,জাবি : একক প্রশ্নপত্রে মূল্যায়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থান কর্মসূচি নিয়েছে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ কর্মসূচি করে ওই পরীক্ষার্থী। অনশনকারী পরীক্ষার্থীর নাম শোভন রায়। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি এবার ‘বি’ দ্বিতীয় ও ‘সি’ ইউনিটে চতুর্থ শিফটে পরীক্ষা দিয়েছেন। ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশর পর শোভন অকৃতকার্য হয়েছে শুনে এই অনশনর সিদ্ধান্ত নেয়।

শোভন বলেন, ‘জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার যে ‘শিফট’ পদ্ধতি এটা একধরনের বৈষম্য। এতে কোনভাবেই শিক্ষার্থীর মেধার সঠিক যাচাই হয়না। কোন শিফটের পরীক্ষা সবচেয়ে সহজ হয় আবার কোন শিফটে পরীক্ষা একদম কঠিন হয়। এতে একেক শিফট থেকে অনেক বেশি শিক্ষার্থী চান্স পায় আর অন্য শিফট থেকে কম চান্স পায়। আমি চাই বিশ্ববিদ্যালয়ের যে শিফট পদ্ধতিতে পরীক্ষা হয় এটা বাতিল করা হোক।’

শোভন রায়কে সমর্থন জানিয়ে ‘এ’ ইউনিটের এক পরীক্ষার্থী বলেন, ‘এখানকার শিফট পদ্ধতির মতো পরীক্ষা দেশের আর কোন বিশ্ববিদ্যালয়ে হয়না। এটা কেন? এটার মাধ্যমে কি সব শিক্ষার্থীকে এক মাপকাঠিতে যাচাই করা হচ্ছে? না। তাহলে এরকম বৈষম্য আমরা মেনে নিতে পারিনা। আমরা চাই শিফট পদ্ধতি বাতিল করা হোক। সবাইকে একক প্রশ্নে মূল্যায়ন করা হোক।’

এদিকে অনশনের বিষয়ে জানতে চাইলে শোভন রায় বলেন, ‘আমি সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। শুধু একটু পানি খেয়েছি। আমি অনশন করছি ঠিকাছে। কিন্তু আমিতো এখানে থাকতে আসিনি। যতক্ষণ পারি অনশন চালিয়ে যাব। আর বিকেলের দিকে ক্ষুধা লাগলে সেটা দেখা যাবে। হয়তো সন্ধ্যায় চলে যাব। আমি মূলত চাই, একক প্রশ্নপত্রে মূল্যায়নটা করা হোক।’

এবিষয়ে কথা বলার জন্য উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিএনএনিউজ২৪.কম/সানভীর/এনএএম

Loading


শিরোনাম বিএনএ