24 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » টেলিটকের 5G বাতিল, 4G শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টেলিটকের 5G বাতিল, 4G শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চা শ্রমিকদের সাথে মতবিনিময়

বিএনএ ডেস্ক: টেলিটকের ফাইভজি প্রকল্প স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃচ্ছ্রসাধনের জন্যই প্রকল্পটি অনুমোদন দেয়া হয়নি বলে জানানো হয়েছে। একই সঙ্গে টেলিটকের ফোরজি সেবার আওতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। আগারগাঁওয়ের এনইসি সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এসব অনুশাসন সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন টেলিটকের ফাইভজি প্রকল্প এখনই দরকার নেই। বাংলাদেশের সব জায়গায় আগে ফোরজি সেবা নিশ্চিত করা দরকার। শুধু টেলিটককে নয়, সব মোবাইল অপারেটরকে বলেছেন ফোরজির আওতা বাড়াতে।’

এম এ মান্নান বলেন, ‘যেহেতু সরকার কৃচ্ছ্রসাধন করছে এবং টেলিটকের ফাইভজি প্রকল্পের বড় অংশই আমদানিনির্ভর, তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেয়া হয়েছে।’

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আপাতত দেশে ফাইভজি কাভারেজের চেয়ে ফোরজির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

একনেক সভায় সার্বিকভাবে বিদেশি ঋণের প্রকল্পের পরিধি কমবে কি না সে বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি। জানান, সভায় ২ হাজার ৭ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্প অনুমোদিত হয়।

টেলিটকের ফাইভজি

রাজধানীতে সীমিত আকারে ফাইভজি সেবা চালুর পরিকল্পনা করে অপারেটরটি। এ জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়। এ-সংক্রান্ত ২৩৬ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয় একনেক সভায়। বাস্তবায়ন শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ