৭:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে লরির ধাক্কায় কলেজছাত্রী নিহত

মিরসরাইয়ে লরির ধাক্কায় কলেজছাত্রী নিহত

লরির

বিএনএ,মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ওই কলেজেরই নিশু রানী (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই ছাত্রী নিজামপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে নিজামপুর কলেজের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিজামপুর কলেজের শিক্ষক স্বাগতম বড়ুয়া জানান, সকালে রাস্তা পারাপারের সময় শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত কলেজ শিক্ষার্থীর বাড়ি উপজেলা ইউনিয়নের এলাকায়। সে পশ্চিম খৈয়াছড়া সূর্যমোহনের মেয়ে।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিশু রানী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরির সাথে ধাক্কা খেয়ে মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ২৪/ আশরাফ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ