বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে মাইন বিস্ফোরণে এক মিয়ানমারের নাগরিক বা রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আয়াছ। নামটি ছাড়া তার কোন ঠিকানা পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা ৪৫ এর দিকে কক্সবাজার সদর হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের একজন নাগরিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাকে যারা নিয়ে এসেছিলো তারা পালিয়ে গেছে।
এর আগে গেলো ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিলো।
বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম