27 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - জুলাই ৪, ২০২৪
Bnanews24.com
Home » ইউরো ২০২৪ : শেষ আটে পর্তুগাল

ইউরো ২০২৪ : শেষ আটে পর্তুগাল

শেষ আটে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন(ইউইএফএ) কর্তৃক জার্মানীতে আয়োজিত ইউরো ২০২৪ এর রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে পর্তুগাল ৩-০গোলে স্লোভেনিয়াকে হারিয়েছে।

সোমবার(১ জুলাই ২০২৪)রাতে ফ্রান্কফুটে নির্ধারিত সময়ে খেলা ০-০ গোলে শেষ হয়।

YouTube player

গোলরক্ষক ডিয়োগো কস্তা শুট-আউটে তিনটি পেনাল্টি বাঁচিয়ে পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তুলতে সাহায্য করেন। শেষ আটে তারা ফ্রান্সের সাথে খেলবে।

ডিয়োগো কস্তা
ডিয়োগো কস্তা

নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি নিতে যান দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।ঝাঁপিয়ে পড়ে রোনালদোর নিশ্চিত গোল ঠেকিয়ে স্লোভেনিয়াকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক।

ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘আমি মনে করি পর্তুগালের এই জয় প্রাপ্য। কারণ মাঠে আমাদের কর্তৃত্ব ছিল। স্লোভেনিয়া প্রায় পুরো খেলাটাই রক্ষণে কাটিয়েছে।

জয়ের কৃতিত্বটা পুরো দলকে দিলেও কস্তাকে আলাদাভাবে প্রশংসা করেছেন রোনালদো। টাইব্রেকারে ৩ টি শট ঠেকিয়ে দিয়ে পর্তুগালকে কোয়ার্টারে নিয়ে যাওয়ার নায়ক যে তিনি।

ডিয়োগো কস্তা ম্যাচটা টাইব্রেকারে গেলেও স্লোভেনিয়াকে করতে দেননি একটি গোলও। অবিশ্বাস্য দক্ষতায় টানা তিনটি শট ঠেকিয়ে দিয়ে পর্তুগালকে ৩-০ গোলে জিতিয়ে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে তিনি। সূত্র: ইউইএফএ

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ