25 C
আবহাওয়া
৫:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় জুয়া-মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৫

আনোয়ারায় জুয়া-মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৫

আনোয়ারায় জুয়া-মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৫

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় জুয়া ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযানে ৪ জুয়াড়ি ও ১ মাদক কারবারীকে আটক করা হয়।

রোববার (২ জুলাই) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় ওসির নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আতাউল হক চৌধুরীর নেতৃত্বে বটতলী গ্রামে এক অভিযানে উপজেলার পশ্চিম গহিরা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সৈয়দ নুর (৪৫), জুইদন্ডী গ্রামের মো. হোসেনের ছেলে নাজিম (২৪), বটতলী মাঝের পাড়া এলাকার জাকের সওদাগরের ছেলে মো. রুবেল (২৭) ও লেদু মিয়ার ছেলে মো. শাহজাহানকে (৩২) জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।

একই রাতে আরেক অভিযানে বটতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালু সিকদার বাড়ীর ছগির আহমদের ছেলে রফিককে মাদক সেবন করা অবস্থায় আটক করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনায় গতকাল দিবাগত রাতে ৪ জুয়াড়ি ও ১ মাদক কারবারীকে আটক করা হয়েছে। জুয়া এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ