বিএনএ, ক্রীড়া ডেস্ক : বেঙ্গালুরুতে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে লেবাননকে ৪-২ ব্যবধানে হারিয়েছে রেকর্ড আটবারের সাফ চ্যাম্পিয়ন ভারত।শনিবার রাতে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে কুয়েত ফাইনালে পৌঁছে গেছে।
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি গোল। খেলা টাইব্রেকারে গড়ালে গোলরক্ষক গুরুপ্রীত সিং হয়েছেন নায়ক।
বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতের সুনীল ছেত্রী, আনোয়ার আলী, মাহেস সিং ও উদান্ত সিং গোল করেছেন। লেবাননের ওয়ালিদ শৌর ও মোহাম্মদ সাদেক গোল করতে পারলেও খলিল বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেছেন। আর হাসান মাতৌকের শট প্রতিহত করেছেন গোলকিপার।
এর আগে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ খেলেছে। সুযোগ পেয়েছে দু’দলই। কিন্তু নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ে কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি।
আগামী ৪ জুলাই ফাইনালে স্বাগতিক ভারত কুয়েতের মুখোমুখি হবে।
বিএনএ/ ওজি/এইচ এইচ