৭:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » গ্রামীণফোনে ২০ টাকার নিচে রিচার্জ নয়

গ্রামীণফোনে ২০ টাকার নিচে রিচার্জ নয়

গ্রামীণফোন

বিএনএ, ঢাকা : রিচার্জ বিষয়ে নতুন নিয়ম করেছে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। নতুন নিয়মে গ্রামীণফোন ব্যবহারকারীরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না।

এর আগে যেকোনো মোবাইল অপারেটরে রিচার্জের সর্বনিম্ন লিমিট ১০ টাকা থাকলেও এবার গ্রামীণফোন রিচার্জের ন্যূনতম লিমিট ঠিক করে দিয়েছে ২০ টাকা। তবে গ্রাহকরা ১৪ টাকা ও ১৬ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। এসএমএসের মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে জিপি থেকে জিপি নাম্বারে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

২০ টাকার কম রিচার্জ না করা গেলেও গ্রামীণফোনের ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডগুলো আগের মতই ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, বুধবার মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ