ঢাকা, ২ জুলাই, ২০২২ : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সব ধরনের ভিসা আবেদন গ্রহণের জন্য ঢাকায় অন্তত একটি কনস্যুলার সার্ভিস সেন্টার খুলতে পর্তুগালের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ও প্রবাসী বাংলাদেশীদেও পরিবারের সদস্যদের পুনর্মিলনকে সহজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পর্তুগাল ও কেনিয়ার যৌথ-আয়োজনে চলমান দ্বিতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলন ২০২২ এর ফাঁকে শুক্রবার পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেজ ক্রাবিনহোর সাথে লিবসনে এক দ্বিপাক্ষিক বৈঠককালে মোমেন এ আহ্বান জানান।(বাসস)